রামগঞ্জে মাদক সম্রাট ও ডাকাত বাদশা জসীম গ্রেফতার

রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার কুখ্যাত ডাকাত ও মাদক সম্রাট খ্যাত জসীম (প্রকাশ বাতি লেইনজ্যা)আজ সোম বার বিকেলে পুলিশের হাতে আটক হয়।
স্থানীয় ভানে জানা যায়,জসীম উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের পশ্চিম কাশিম নগর আস্তানা গেড়ে বিশাল মাদক ব্যাবসা চালিয়ে আসছে ,,,,
এ ছাড়া জসীম আন্তজেলার শীর্ষ ডাকাত খোরশেদ বাহিনীর অন্যতম সদস্য বলে জানা যায়।গত জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা,ভাংছুর,ও অগ্নি সংযোগ করা সহ তার বিরুদ্ধে থানায় ডাকাতি,ছিনতাই,ও মাদকের একাধিক মামলা রয়েছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ও সি )লোকমান হোসেন জানান,আটককৃত জসীম পুলিশের তালিকা ভূক্ত আসামী, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
আটককৃত জসীম উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের পশ্চিম কাশিম নগর কবিরাজ বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে।
Created at 2014-10-14 10:33:56
Back to posts
UNDER MAINTENANCE
রামগঞ্জে মাদক সম্রাট ও ডাকাত বাদশা জসীম গ্রেফতার

রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলার কুখ্যাত ডাকাত ও মাদক সম্রাট খ্যাত জসীম (প্রকাশ বাতি লেইনজ্যা)আজ সোম বার বিকেলে পুলিশের হাতে আটক হয়।
স্থানীয় ভানে জানা যায়,জসীম উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের পশ্চিম কাশিম নগর আস্তানা গেড়ে বিশাল মাদক ব্যাবসা চালিয়ে আসছে ,,,,
এ ছাড়া জসীম আন্তজেলার শীর্ষ ডাকাত খোরশেদ বাহিনীর অন্যতম সদস্য বলে জানা যায়।গত জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা,ভাংছুর,ও অগ্নি সংযোগ করা সহ তার বিরুদ্ধে থানায় ডাকাতি,ছিনতাই,ও মাদকের একাধিক মামলা রয়েছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ও সি )লোকমান হোসেন জানান,আটককৃত জসীম পুলিশের তালিকা ভূক্ত আসামী, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
আটককৃত জসীম উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের পশ্চিম কাশিম নগর কবিরাজ বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে।
Created at 2014-10-14 10:33:56
Back to posts
UNDER MAINTENANCE
.