
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রী রিতা আক্তার ও আখি আক্তারকে ১৬ ঘণ্টা পর রামগঞ্জ উপজেলার জগৎপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী কবির হোসেন, আবদুল মাজেদ ও মনির হোসেন নামে তিনজনকে গ্রেফতার করা হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর স্কুল ছাত্রী রিতা আক্তার ও আখি আক্তারকে সোমবার সকালে স্কুলে আসার পথে জুয়েল, কবির হোসন, আবদুল মাজেদ ও মনির হোসেনসহ ৪/৫ জনের একদল অপহরনকারী সিএনজিযোগে তুলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশ একই উপজেলার জগৎপুর এলাকায় থেকে সোমবার গভীর রাতে দুই স্কুল ছাত্রীকে একটি বাগান থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরনের সাথে জড়িত মনির হোসন, কবির হোসেন ও আবদুল মাজেদকে গ্রেফতার করা হয়। অন্য অপহরণকারী জুয়েলকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। গ্রেফতারকৃত তিনজনের বাড়ি একই উপজেলায়। এ রামগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে।
UNDER MAINTENANCE
nice
Tader ki bon nai?