
রামগঞ্জে ৪ সন্তানের জননীর গলায় ফাঁসি দিয়ে খুনের ঘটনা ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত কাল শুক্রু বার দিবা গত রাত ছাটখিল -রামগঞ্জ সীমান্ত বর্তী দত্তের বাড়িতে।
জানা যায় আজ শনি আর সকাল ১০টায় প্রবাসী দুলালের স্ত্রী নাজমা বেগমের রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকতে গেলে জানালার ফাকে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এদিকে নাজমার মা সেফালী বেগম জানান,আজ সকাল ৯টার সময় আমার মেয়ে তার মোবাইল ০১৭৮০১৮২২২৩ থেকে আমাকে কল করে খোজ খবর নেয়।সে নিজে গলায় ফাস দেয়নি,তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।আমার মেয়েকে খুন করা হয়েছে।আহাজারি আর শোকের মাতামে কান্না জড়িত কন্ঠে নাজাঅমার রেখে যাওয়া ৪সন্তানের চিন্তা করতে করতে সেফালী বেগম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
নাজমার পৈত্রিক বাড়ি রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নে বলে জানা যায়।
UNDER MAINTENANCE